পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রামপালে কয়লাভিত্তিক বিদুুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণদল। শামসুজ্জামান দুদু বলেন, সরকার রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। কারণ, দেশের ৯৫ ভাগের বেশি মানুষের বিরুদ্ধে। তাই এই প্রকল্প অন্যত্র সরানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এ সব সিদ্ধান্ত বাতিল করতে আমাদের ৪৪ মাসও সময় লাগবে না। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে সে সব করা হবে। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে জিয়াউর রহমানের সকল পদক্ষেপ অনুসরণ করা হবে।
সরকারের সময় ফুরিয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না। ইতোমধ্যে তার লক্ষণ দেখা যাচ্ছে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।