Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসির দুই কর্মচারী গ্রেফতার

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় জাকির সুপার মার্কেটের সামনে থেকে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুজন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুই জন হলেন, ডিএসসিসির চেইনম্যান মো. নোবেল হাসান মিঠু ও নগর ভবনে দায়িত্ব পালনকারী আনসারের ক্যাম্প ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) মো. শহীদুল ইসলাম।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে। চেইনম্যান মো. নোবেল হাসান মিঠুকে চাকুরিচ্যুত করা হয়েছে। এছাড়া আনসারের ক্যাম্প ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে ডিএসসিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ