পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুর ও আশুলিয়া পৃথক দুইটি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ জন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন নারীও রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- শামীমা বেগম (২৬), রেশমা খাতুন (২০), আকলিমা আক্তার আখি (১৮), রায়হান হোসেন (১৯), তুষার রহমান (২৩), শ্রাবন হোসেন (১৮), সাকিব ইসলাম (১৮), জাকির হোসেন (২২), সোহেল মিয়া (২২), লিটন শিকদার (৩৬), ও ওসমান গনি (৩৩)। এসময় প্রতারক চক্রের কবল থেকে ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। র্যাব-৪ এর পৃথক দুইটি দল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৭৫ টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ২০০ টি ভর্তি ফরম, ১৪০ টি ভুয়া নিয়োগপত্র, ৮ টি ডিজিটাল সিল, ১৫ টি নিবন্ধিত বই, ১০০ টি জীবন বৃত্তান্ত ফরম, ২টি রেজিস্টার খাতা এবং ২টি চাকরিতে যোগদানের অঙ্গীকারপত্র ও ৪৫০ টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তার আরও জানান, মিরপুরের আনন্দ সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি অফিসে প্রথমে অভিযান চালিয়ে সেখান থেকে ৯ জন প্রতারক গ্রেফতার করা হয়। পরে আশুলিয়ার এলাকায় ক্যাপটর সিকিউরিটি লিমিটেড নামে অফিসে অভিযান চালিয়ে আরো ২ জন প্রতারককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন ভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষণীয় ও উচ্ছ বেতনের চাকরির প্রলোভনের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়। এছাড়াও তারা চাকরির প্রশিক্ষণের নামে টাকা নিয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।