Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজত আমীরের সুস্থতা কামনায় দোয়ার আবেদন

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুয়া চেয়েছেন হেফাজতে ইসলামের (ভারপ্রাপ্ত) মহাসচিব, ঢাকা খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম জিহাদী। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট দুয়ার এ আহবান জানান।

বিবৃতিতে আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী এশিয়া উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন হাদীস বিশারদ। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। গতকাল হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার আমি হাটহাজারী মাদরাসায় গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর নিয়েছি। আমার ছেলে মাওলানা রাশেদ নুরকে পাঠিয়ে আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।
হেফাজত মহাসচিব বলেন, ইসলাম-মুসলমান, দেশ এবং জাতির পক্ষে ইসলাম বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক সকল আন্দোলন সংগ্রামে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলিষ্ঠ নেতৃত্ব, সাহসী ভূমিকা পালন করেন। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তার অসুস্থতার সংবাদে আমি উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়া’লার দরবারে তার আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।
হেফাজত মহাসচিব আল্লামা নুরুল জিহাদী আরো বলেন, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী মুসলিম উম্মাহর জন্য বটবৃক্ষ তুল্য। বর্তমান এই নাজুক পরিস্থিতিতে দেশ ও জাতীর এই সঙ্কটময় মুহূর্তে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো হক ও ন্যায় নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।
দেশবাসীর নিকট আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজত-আমীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ