Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুইল চেয়ার আর নাতির কোলে চড়ে দুই বৃদ্ধার ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

নাতির কোলে চড়ে আর হুইল চেয়ারে এসে ভোট দিলেন ১৩০ বছরের তালেমন ও ৮৫ বছরের বৃদ্ধা সুফিয়া ইসমাইল। গতকাল ৩য় দফা পৌর নির্বাচনে বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বিদ্যালয় ও মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে তারা পৃথকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

বগুড়া : দুপুর সাড়ে ১২টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন ১৩০ বছর বয়সী তালেমন বেওয়া। ভোট দেয়া শেষে তালেমন বেওয়া বলেন, ‘বাবা বয়স হইছে, যেকোনো সময় আল্লাহ নিয়া যাইব। আর কখনো ভোট দিতে পারব কি না জানি না। তাই ভোট দিতে আসলাম।’
নতি আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে দাদি খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্তে¡ও তিনি ভোট দেয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে নিয়ে ভোট দিতে কেন্দ্রে এনেছি। ভোট দিয়ে দাদি খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করি দাদি যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।
মৌলভীবাজার : বেলা ১১টায় মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে সুফিয়া ইসমাইল ভোট প্রদান করেন। বৃদ্ধা সুফিয়া ইসমাইল বলেন, ‘আমি ভোট দিতে এসেছি দেশের মানুষের জন্য। গত বছর আমি ভোট দিয়েছি হেঁটে এসে। এবার অসুস্থ থাকায় হুইল চেয়ারে এসে ভোট দিচ্ছি। আমি একা আসি নাই, আরও পাঁচজনকে সাথে নিয়ে এসেছি। আশা করি যাদের ভোট দিয়েছি তারা নির্বাচনে বিজয়ী হবেন।’
তিনি আরও বলেন, ‘আমি চাই পৌর এলাকার উন্নয়ন হোক। আমার বাসা পৌরসভার পেছনেই। এ এলাকার সড়কে ড্রেন নেই। সেটা যেন হয় এজন্যই হুইল চেয়ারে আসা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধার-ভোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ