Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনায়েদ আল হাবীব সভাপতি মামুনুল হক সম্পাদক নির্বাচিত

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সংগঠনের সভাপতি ও মাওলানা মামুনুল হক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসায় এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জেহাদী হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। 

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুসা বিন ইযহার, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জালালুদ্দিন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমীন। হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীসহ কমিটিতে উপদেষ্টা মন্ডলীতে ২২ জনকে রাখা হয়েছে। কমিটিতে সহ সভাপতি পদে রাখা হয়েছে ২১ জনকে। সহ-সাধারণ সম্পাদক রাখা হয়েছে ১১ জন। সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মুহাম্মদ আজহার। সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে ৯ জন। প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন। অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ