Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা ও ধানের শীষের প্রার্থী যারা

পঞ্চম ধাপের ৩১ পৌরসভায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই পঞ্চম ধাপের নির্বাচনে ৩১ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আজ রোববার চূড়ান্ত প্রার্থীদের দলীয় প্রত্যায়নপত্র হস্তান্তর করা হবে।
আওয়ামী লীগ ঘোষিত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় মো: হাকিবুর রহমান, জয়পুরহাটের জয়পুরহাট পৌরসভায় মো: মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার বগুড়া পৌরসভায় মো: আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় মো: আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাট পৌরসভায় মো: একরামুল হক, দূর্গাপুর পৌরসভায় মো: তোফাজ্জল হোসেন, ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভায় মো: আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভায় মো: আশরাফুল আলম, যশোরের কেশবপুর পৌরসভায় রফিকুল ইসলাম, যশোর পৌরসভায় মো: হায়দার গনী খান, ভোলা জেলার ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন পৌরসভায় মো: মোরশেদ, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মো: ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় আবু নাঈম মো: বাশার, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন, মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভায় মো: খালিদ হোসেন, শিবচর পৌরসভায় মো: আওলাদ হোসেন খান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভায় ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভায় মো: আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় মো: রফিক উদ্দিন ভ‚ইয়াঁ, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভায় মো: আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় মো: গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় মো: জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় মো: শাহজাহান সিকদার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।
এছাড়া রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোছা: শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে মো: শাহিদুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো: আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো: দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোসা: রাবেয়া বেগম, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো: সেলিম খাঁন মনোনয়ন পেয়েছেন। গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ। এর আগে ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হলেন, রংপুর হারাগাছায় মো: মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে মো: শামছুল হক, বগুড়ায় মো: রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোসা: মাসউদা অফরোজ হক (সূচি), রাজশাহীর চারঘাটায় মো: জাকিরুল ইসলাম, রাজশাহীর দূর্গাপুরে মো: জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে মো: আমিরুল ইসলাম খান, ঝিনাইদহের কালীগঞ্জে মো: মহাবুবার রহমান, যশোরের কেশবপুরে মো: আব্দুস সামাদ বিশ্বাস, যশোর সদরে মো: মারুফুল ইসলাম, ভোলা সদরে হারুন অর রশিদ (টুম্যান), ভোলা চরফ্যাশনে মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুর দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, জামালপুর ইসলামপুরে মো: রেজাউল করিম ঢালী, জামালপুর মাদারগঞ্জে মো: আব্দুল গফুর, জামালপুর সদরে শাহ মো: ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ নান্দাইলে এ, এফ, এম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জ ভৈরবে মো: শাহীন, মানিকগঞ্জ সিংগাইরে মো: খোরশেদ আলম ভ‚ইয়া, মাদারীপুর শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুর সদরে মো: জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে মো: এনামুল হক সেলিম, চাঁদপুর মতলবে এনামুল হক বাদল, চাঁদপুর শাহরাস্তিতে মো: ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুর রায়পুরে এ, বি, এম, জিলানী, চট্টগ্রাম মীরসরাইয়ে নুর মোহাম্মদ, চট্টগ্রাম বারইয়ারহাটায় দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম রাউজানে মো: আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় মো: হেলাল উদ্দিন শাহ, নীলফামারী সৈয়দপুরে মো: শওকত চৌধুরী।
৩টি উপজেলায় চুড়ান্ত প্রার্থীরা হলেন- রাজশাহী পবায় মো: মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহ শৈলকুপায় মো: হুমায়ুন বাবর, ফরিদপুর মধুখালীতে মো: গোলাম মনসুর (নান্নু)। এছাড়া পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর আলম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে ৩১ পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে। এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় গতকাল ভোটগ্রহণ হয়। চতুর্থ ধাপে ৫৮ পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩১-পৌরসভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ