পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যেভাবে এসএসসি ও এইচএসসি-তে অটো পাশের ব্যবস্থা করা হয়েছে তেমনিভাবে নির্বাচনে যানমালের ক্ষতি না করে অটোপাশের ব্যবস্থা করুন। তিনি চট্টগ্রামের মেয়র নির্বাচনে দুইটি গরীব মায়ের বুক খালি হয়েছে উল্লেখ করে নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি, জীবনহানির কঠোর সমালোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার দাবী জানান। গতকাল শুক্রবার বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যানের শারিরীক সুস্থ্যতার জন্য জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, পল্লীবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজী ছিলনা। তাই, মানুষ এখনো পল্লীবন্ধুর স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লীবন্ধুর স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করা হবে।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী। এসময় জাপার বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।