Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা ইসহাক আমীর ও আহমদ আবদুল কাদের ফের মহাসচিব

খেলাফত মজলিসের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে গতকাল শুক্রবার নগরীর একটি হোটেলে ২০২১-২২ সাংগঠনিক সেশনের জন্যে ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অধিবেশনে মাওলানা মোহাম্মদ ইসহাক আমীর ও ড. আহমদ আব্দুল কাদের দলে মহাসচিব পুন:নির্বাচিত হয়েছে।
দলের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, হাফেজ মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক সিরাজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল।
সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ আবু সালেহীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু আদিবাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চেীধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান, উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সুমাইয়া।
শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের কারণে দেশের রাজনৈতিক অঙ্গণে চরম স্থবিরতা সৃষ্টি হয়েছে। প্রশাসনের উপর ভর করে টিকে থাকা সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। দেশে ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, নির্যাতন চরম আকার ধারণ করেছে।
তিনি বলেন, করোনা, বন্যা, শীতের মহাদুর্যোগের মধ্যে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম চলছে। একদিকে দ্রব্যমূল্যের উদ্ধগতি অন্যদিকে কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। রাজধানীর নয়াপল্টস্থ সীগাল রেস্টুরেন্টে মাাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা মোহাম্মদ ইসহাক খেলাফত মজলিসের আমীর ও ড. আহমদ আবদুল কাদের মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেছেন। শূরা সদস্য ও সদস্যদের ভোটে নবনির্বাচিত আমীরে মজলিসকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ