Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপির ইট ভাটায় পরিবেশ দূষণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েও এমপি শহীন চাকলাদার মানছেন না পরিবেশ আইন। পরিবেশ দূষণ রোধে যাদের কাজ করার কথা তাদেরই একজন হয়ে ইট ভাটা দিয়ে পরিবেশ দূষণ করছেন। মানছেন না হাইকোর্টের নির্দেশনা।

ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশ দূষণের জন্য ৫৮ভাগ দায়ি। এ অবস্থায় পরিবেশ দূষণ রোধে এ সব ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে ইট ভাটা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনাকেও মানছেন না এমপি শাহীন চাকলাদার। তিনি নিজে বন ও পরিবেশ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েও তার ‘সুপার ব্রিকস’ ইট ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সাইফুল্লাহ নামক এক আইনজীবী তার ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে এমনটি বললে এমপি তাকে নাক না গলানোর কথা বলেন। এতেও কাজ না হলে এমপি শাহীন চাকলাদার তাকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য থানার ওসিকে নির্দেশ দেন। তিনি ওসিকে বলেন, যেকোনো ইট ভাটাতে বোমা মেরে ডাকাতির উদ্দেশ্যে হামলার অভিযোগ করে আইনজীবী সাইফুল্লাহকে যেন মামলার আসামি করা হয়। ওসির সঙ্গে কথপোকথনে নিজেকে বন ও পরিবেশ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পরিচয় উল্লেখ করেন।
সম্প্রতি যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ও যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনের মধ্যে মোবাইলে এই কথপোকথনটি হয়। তার এ কথপোকথনটি বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশ হয়েছে। তবে এ বিষয়ে জানতে চেয়ে এমপি শাহীন চাকলাদারের মোবাইল নম্বরে কল-এসএমএস করেও কোনো সাড়া পাওয়া যায়নি। আর ওসি জসিম উদ্দিন বলছেন, এ ধরনের কথপোকথনের কথা তিনি স্মরণ করতে পারছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ-দূষণ

৩০ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ