Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসানচরে আরো ১৭৭৮ রোহিঙ্গা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রাম হয়ে তৃতীয় দলে ১৭৭৮ রোহিঙ্গা ভাসানচরে গেছে। গতকাল শুক্রবার সকালে নগরীর পতেঙ্গা বোটক্লাব লাগোয়া জেটি থেকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর চারটি জাহাজ নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ ছেড়ে যায়। আজ শনিবার আরও এক হাজার ৩০০ জনকে চট্টগ্রাম হয়ে ভাসানচরে নেওয়া হবে।
প্রথম ধাপে বৃহস্পতিবার ৩৮টি বাসে করে ৩৫৩ পরিবারের এক হাজার ৭৭৮ জনকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আনা হয়। শুক্রবার রাতে আরও ১৩শ জনকে চট্টগ্রাম আনার কথা রয়েছে। তাদের নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে। এর আগে ২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। তার আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ভাসতে থাকা ৩০৫ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়। পর্যায়ক্রমে এক লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাসানচর

১২ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ