Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর শাহজাদপুর থানার আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গতকাল র‌্যাব-৩ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, ঢাকা মহানগরীর শাজাহানপুর থানার ২৬/২, আউটার সার্কুলার রোড, দক্ষিণ শাহজাহানপুর এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা মালিবাগ থেকে কমলাপুরের দিকে একটি কাভার্ডভ্যানে ইয়াবার একটি বড় চালান সরবরাগের চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে আউটার সার্কুলার রোডে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৭৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযোগে কাভার্ডভ্যানের ড্রাইভারসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।
এদিকে, র‌্যাব-৪ এর একটি অভিযানে আমিন বাজার এলাকা থেকে ২৩৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ-গ্রেফতার-৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ