Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে এমপি পাপুলের শাস্তি: সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৯:০১ পিএম

মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে বাংলাদেশী স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের শাস্তি হওয়ায় নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন এমপি হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাব-মর্যাদা প্রশ্নের মুখে ফেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্মীপুর-২ আসনের এই আলোচিত সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন সচেতন মানুষজন। কুয়েতের আদালত চার বছরের কারাদণ্ড ঘোষণার পর ফেসুবকে দেয়া বিভিন্ন স্ট্যাটাসে এই চিত্র উঠে এসেছে।

গতকাল বৃহস্পতিবার দেশটির ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল-ওসমান পাপুলের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন। মানব পাচারের এই মামলায় পাপুলকে সহায়তাকারী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেন আল-জাররাহ এবং একজন মধ্যস্থতাকারী ও এক দালালকেও চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পাপুল ও অন্য অভিযুক্তদের প্রত্যেককে ১৯ লাখ করে কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

ফেসবুকে আবুল বাশার সিদ্দীক লিখেছেন, ‘‘বাংলাদেশের নাম পৃথিবীর অনেক দেশই হয়তো জানত না। সারা বিশ্বে উনি বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছন। এজন্য যেদলের টিকেট নিয়ে তিনি এমপি হয়েছেন সেদল এবং এমপি সাহেবকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হোক।’’

সাইদ রহমান লিখেছেন, ‘‘হাজার কোটি টাকা মেরে দিয়ে+ এত প্রবাসীকে নিদারুন কষ্ট ফেলে+ বিদেশে দেশের ভাবমূর্তির বারোটা বাজিয়ে এত অল্প শাস্তি শেষ করে বহাল তবিয়তেই আরামে তার বাকী জীবন কেটে যাবে..। এখনতো দেখি পাপলুকে সবাই অনুসরণ করাই ভালো..।’’

মোঃ রাব্বানি নাহিদ লিখেছেন, ‘‘একটা দেশের এমপি কতটুকু নৈতিকভাবে অধঃপতিত হলে অন্যদেশের আদালতে শাস্তি পায়। সবচেয়ে বড় কথা, এইদেশে সে এখনো এমপি। আর একজন মন্ত্রীও তার পক্ষে সাফাই গায়। লজ্জার নূন্যতম স্তরও নাই এদের মধ্যে।’’

নাবি নেওয়াজের মন্তব্য, ‘‘বাংলাদেশে দুর্নীতি কি পরিমাণ বিস্তার ঘটেছে এটা তারই প্রমাণ। এক সাংসদ দূর বিদেশে অবৈধ জালিয়াতি ব্যবসায় জড়িত হয়ে জেলে ঢুকেছে বাংলাদেশের সুনাম মাটিতে লুটিয়ে কিন্তু সরকার কিছু করছে না।’’

মুস্তাফা সালেহ নুর শাকিব লিখেছেন, ‘‘অর্থ পাচারের জন্য চার বছরের জেল হলে খেল দেখিয়ে জামিন পেতো সেটা না হয় মেনে নেয়া যেতো। কিন্তু মানবপাচারের মতো জঘন্যতম কাজের জন্য চার বছরের জেল সেটা কিভাবে হয়।’’

বাবলু শাহ জালাল লিখেছেন, ‘‘কোন সমস্যা নাই ইলেকশন এর আগে আসলে তাকে আবার নমিনেশন দেয়া হবে।সব টাকার খেলা। একা মানব পাচার সম্ভব না।অনেক লোক জড়িত থাকে এটার সাথে।’’



 

Show all comments
  • Jack+Ali ২৯ জানুয়ারি, ২০২১, ৯:৫৫ পিএম says : 0
    Paplu is not only one criminal.. all the Awamileague is 100% criminal.. May Allah's curse upon them or guide to Islam. Ameen
    Total Reply(0) Reply
  • Md.Altaf+Hossain ২৯ জানুয়ারি, ২০২১, ১০:১৬ পিএম says : 0
    বাংলাদেশে এ ধরনের বিচার ছিল কল্পনার অতীত । এ ধরনের একজন দুর্নীতিবাজ আদমব্যবসায়ীকে সংসদ সদস্য নির্বাচিত করছে এর দায় আওয়ামীলিগ এড়াতে পারেনা । এটা আমাদের দেশের জন্য লজ্জাজনক। এ ধরনের বহু আদম দলের মধ্যে আছে। কারো প্রকাশ পায় । কারো প্রকাশ পায়না। নির্বাচনে নমিনেশন দেয়ার আগে অত্যন্ত পক্ষে দেখা উচিত সে দুর্নিতীগ্রস্ত কিনা । আমাদের দেশে একজন সংসদ সদস্য নির্বাচিত হলে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। যে টা অন্য কোন দেশে আছে কিনা আমি জানিনা। তাই দেশ টাকে এগিয়ে নেয়ার লক্ষে এই দুর্নিতীবাজদের নির্বাচনে ভয়কট করি এবং বঙ্গবন্দুর সোনার বাংলা গড়ে তুলি।
    Total Reply(0) Reply
  • A Rahman ৪ মার্চ, ২০২১, ১:০৪ পিএম says : 0
    Four years jail is nothing for human trafficking. He should be hanged.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি পাপুলের শাস্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ