Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমন ভোটে বিশ্বসভায় গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা থাকবে না

চসিক নির্বাচন নিয়ে ইসি মাহবুব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৩ এএম

নির্বাচন কমিশনার (ইস) মাহবুব তালুকদার বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনিয়মের একটি মডেল। ভবিষ্যতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আত্মমর্যাদা সমুন্নত রাখা যাবে না।

অনুষ্ঠিত চসিক নির্বাচন প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে চাই। চসিক নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, তাতে আমি হতাশ। আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধানবাণীতে কোনো কাজ হলো না।

তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিসংতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। এ ধরনের তাÐব বন্ধ করতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে পেতে হবে। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না। এ জন্য দলমত নির্বিশেষে সকলের ঐকমত্য হওয়া প্রয়োজন।

মাহবুব তালুকদার আরও বলেন, চসিক নির্বাচনে ভোট পড়েছে শতকরা সাড়ে ২২ ভাগ মাত্র। এত অল্পসংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিত অবশ্যই বেশি হতো। স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না, তা মেনে নেওয়া যায় না।

 

 

 



 

Show all comments
  • Kamal ২৮ জানুয়ারি, ২০২১, ১১:২৮ পিএম says : 0
    চাষাভুষাদের রক্তে দেশটা স্বাধীন হয়েছিলবলেই আজ আপনাদের মতো শিখ্খিত নামধারী ব্যক্তিত্বহীন ভাড় গুলো নির্বাচন কমিশনার হয়ে বাংগালদের ভোটাধিকার হর্ন করেছেন।
    Total Reply(0) Reply
  • মাহমুদ ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪৬ এএম says : 0
    একদম ঠিক কথা বলেছেন
    Total Reply(0) Reply
  • সাদ্দাম ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪৭ এএম says : 0
    দেশে এখন যা হচ্ছে সেগুলোকে আর যা-ই বলা হোক নির্বাচন বলা যাবে না
    Total Reply(0) Reply
  • কামাল ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪৭ এএম says : 0
    আপনার এসব কথা কোন কাজে আসে না
    Total Reply(0) Reply
  • নাজিম ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪৮ এএম says : 0
    এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত।
    Total Reply(0) Reply
  • MD Akkas ২৯ জানুয়ারি, ২০২১, ৭:২৯ এএম says : 0
    আপনারা একেক সময় একেক জন একেক কথা বলছেন। আমরা শুধু শুনেই যাচ্ছি কোন গণতন্ত্র আপনার আমাদেরকে শিখাচ্ছেন।আমার দেশের সাংবাদিক সাহেব বাংলাদেশের খবর পরিবেশন করছে আমেরিকার পতাকা তুলে।
    Total Reply(0) Reply
  • Abu hasan ২৯ জানুয়ারি, ২০২১, ৭:৩০ এএম says : 0
    ক্ষমা করবেন যদি ভুল কিছু দেখে না থাকি আমার মনে হয় সংবাদটিতে একটি পতাকার ছবি ব্যবহার করা হয়েছে, এটা কেন?
    Total Reply(0) Reply
  • MD Akkas ২৯ জানুয়ারি, ২০২১, ৯:২৯ এএম says : 0
    ইনকিলাব কে বলছি আমেরিকার পতাকাটা নামিয়ে বাংলাদেশের পতাকা দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ