Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাব

চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

হামলা, হুমকি-ধমকি, ভয়-ভীতি উপেক্ষা করে পাশে থাকার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে অংশ নিয়েছিলাম। ভোটের অধিকার রক্ষায় এ আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নগরবাসী ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষকেই নির্বাচিত করতো। চট্টগ্রামের সচেতন জনতা ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার ছিল উল্লেখ করে তিনি বলেন, যতদিন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না, ততদিন আমরা রাজপথে থাকব। তিনি তার প্রচারে সহযোগিতা করার জন্য কেন্দ্রিয়, স্থানীয় বিএনপি নেতা, সমর্থক, নগরবাসী, মিডিয়া কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটের-অধিকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ