Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নামিবিয়াকে উড়িয়ে ভারত সেমিতে

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নেপালকে ছিন্ন ভিন্ন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেই আসরের ফেভারিটের জানান দিয়েছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। কোন অঘটন নয়, ফেভারিটের মতোই খেলেছে ভারত যুবারা সেমিফাইনালে। সেমিতে নাবিমিয়ার মতো আইসিসি’র সহযোগী সদস্য দেশকে পেয়ে ছিন্ন ভিন্ন করে ছেড়েছে ভারত এই প্রতিপক্ষকে। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নামিবিয়া যুব বোলারদের বাগে পেয়ে আসরে নিজেদের সর্বোচ্চ স্কোরের ম্যাচে (৩৪৯/৬) ১৯৭ রানের বিশাল জয় উদযাপনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিতে উঠে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
নেপালের বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বাঁ হাতি ওপেনার রিসাব পন্টের ঝড় দেখেছে মিরপুরের দর্শক। ১৮ বলে ফিফটি, ২৪ বলে ৭৮ রানের সেই ঝড়ো ইনিংসটিই যেনো ঘুরিয়ে দেখিয়েছেন তিনি কোয়ার্টার ফাইনালে। স্কোরশিটে ১৮ উঠতে অধিনায়ক ইশান কিষানকে হারিয়েও হতোদ্যম হননি। খেলেছেন ৯৬ বলে ১৪ চার ২ ছক্কায় ১১১ রানের একটি ক্লাসিক ইনিংস। অনম্লোপ্রিত সিং এর সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রানের পার্টনারশিপে অবদান রাখা এই ব্যাটসম্যানকে ডিপ মিড উইকেটে ক্যাচে ফিরিয়ে দিয়েছে নামিবিয়া ইনিংসের ঠিক মাঝামাঝি সময়ে। তা না হলে আরো স্ফীত হতে পারতো পন্টের ইনিংস, আরো বড় রান পাহাড়ে চাপা পড়তে পারতো নামিবিয়া। তবে পন্টের দেখানো পথে হেটে শ্লগটাকে প্রকৃত শ্লগে পরিনত করেছে ভারত অনূর্ধ্ব-১৯ দলের লোয়ার অর্ডাররা। শেষ ১০ ওভারে যোগ করেছে তারা ১০৪ রান।
চলমান আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরে চাপা পড়ে বাধ্যতামূলক পাওয়ার প্লে’র প্রথম ১০ ওভারে ব্যাটিংয়ে পাল্লা দিলেও (৬০/১) ভারতের বাঁ হাতি স্পিনার মাইনাক (৩/২৫) এবং ডানহাতি স্পিনার অনম্লোপ্রিত সিং এর বিষধর বোলিংয়ে আত্মসমর্পণ করেছে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল। ৮০ থেকে ৯৬, এই ১৬ রানে ৪ ব্যাটসম্যান হারানোর পর রনেভঙ্গ দিয়েছে নামিবিয়া। ৫০ ওভার পার করা হয়নি তাদের। ৬৬ বল হাতে থাকতে ১৫২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল। দ.আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া নামিবিয়া এখন খেলবে ৫ম স্থান নির্ধারণী প্লে অফ সেমিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নামিবিয়াকে উড়িয়ে ভারত সেমিতে

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ