Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ জানুয়ারি ইন্টারনেটে ধীরগতি থাকবে চার ঘণ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ২:২৯ পিএম

৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চার ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ সময় সি–মি–উই–৫ কর্তৃপক্ষ সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণের কাজ করবে। এতে চার ঘণ্টা সি–মি–উই-৫–এর মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল আরও জানায়, এ সময়ে সি–মি–উই-৪ সাবমেরিন কেব্‌ল ও আইটিসি অপারেটরের সার্কিট চালু থাকবে। সব মিলিয়ে ইন্টারনেট সেবা বজায় থাকবে। তবে গ্রাহকেরা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।

২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন কেব্‌লে যুক্ত হয় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেব্‌ল সি-মি-উই-৪–এর সঙ্গে যুক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ