Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মানবতাবিরোধীকে ফেরত চেয়েছে বাংলাদেশ -আইনমন্ত্রী

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে যুক্তরাজ্য থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ। গতকাল রোববার সচিবালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ররি স্টুয়ার্টের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৈঠকের পর আইনমন্ত্রী বলেন, দুই যুদ্ধাপরাধী যুক্তরাজ্যে আছেন। তাদের দেশে ফেরত আনা ও বহিঃসমর্পণ চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে ফেরত আনতে আলাপ-আলোচনা করার সুযোগ আছে। তারা আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন। আশা করছি, শিগগিরই আলোচনা শুরু হবে। আমরা এ আলোচনা এগিয়ে নিতে আরও চেষ্টা করবো।’ মন্ত্রী জানান, ররি স্টুয়ার্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২৯ আগস্ট (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে আসছেন। তার সঙ্গে বঙ্গবন্ধুরর খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে কথা হবে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা স্বাভাবিক। যখনই আমেরিকার ঊর্ধ্বতন কেউ এসেছেন, তখন তাদের সঙ্গে কথা হয়েছে।
বৈঠকের পর যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ররি স্টুয়ার্ট বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। গত ১০ থেকে ২০ বছরে ব্যাপক উন্নয়ন সফলতা দেখিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই মানবতাবিরোধীকে ফেরত চেয়েছে বাংলাদেশ -আইনমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ