Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবি শহীদ কাদরী আর নেই

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাংলা সাহিত্যের আধুনিক কবিতার অন্যতম পথিকৃৎ কবি শহীদ কাদরী আর নেই। তিনি গতকাল আমেরিকার নিউইয়র্কে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৭৪। তিনি স্ত্রী নীরা কাদরী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে যান। নিউইয়র্ক থেকে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় কবি শহীদ কাদরীর সহধর্মিণী নীরা কাদরী এসএমএসের মাধ্যমে ঢাকায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হককে কবির মৃত্যুর সংবাদ জানান।
মফিদুল হক গতরাতে এ কথা জানিয়ে বলেন, নিউইয়র্ক সময় গতকাল সকালে কবি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত কয়েক বছর ধরে কবি সেখানে কিডনির চিকিৎসা করাচ্ছিলেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে নিউইয়র্কের হাসপাতালে তার কিডনির চিকিৎসা চলছিল। এ অবস্থায় গতকাল তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মফিদুল হক জানান, কবির স্ত্রী নীরা কাদরী প্রেরিত সংবাদে তিনি বলেছেন, কবির লাশ দেশে নিয়ে আসা হবে। তিনি কবির মৃত্যুতে শোক জানিয়ে বলেন, আশির দশকের প্রথম দিক থেকে কবি প্রবাস জীবন কাটাচ্ছিলেন। প্রথমে জার্মানি, পরে লন্ডন এবং বেশ কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন।
কবি শহীদ কাদরী ১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলা কবিতায় এক অসাধারণ প্রতিভাশীল কবি ও লেখক তিনি। তিনি ১৯৪৭ সাল পরবর্তীকালের বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন, যিনি নাগরিক জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে বাংলা কবিতায় সজীব বাতাস বইয়ে দিয়েছেন। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষè শাণিত রূপ তার কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে। শহর এবং তার সভ্যতার বিকারকে শহীদ কাদরী ব্যবহার করেছেন তার কাব্যে। তার কবিতায় অনুভূতির গভীরতা, চিন্তার সূক্ষ্মতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট। চল্লিশের দশকের শেষভাগ থেকে তিনি কাব্যচর্চা শুরু করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো, উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দিও (২০০৯), প্রেম বিরহ ভালোবসার কবিতা। শহীদ কাদরী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ (২০১১) অসংখ্য পুরস্কারে ভূষিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি শহীদ কাদরী আর নেই

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ