Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খেলাফত শাসন ব্যবস্থার বিকল্প নেই

বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, প্রতিনিয়ত খুন-ছিনতাই, ঘুষ-দুর্নীতি ও ধর্ষণের মত ভয়াবহ ঘটনা আশংকাজনক ভাবে বেড়েই চলছে। সঠিক বিচারের অভাবেই অপরাধ বন্ধ হচ্ছে না। সকল অপরাধ মোকাবেলায় আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরে মানবতা বোধ জাগিয়ে তুলতে হবে। রাষ্ট্রের সকল স্তরে অপরাধ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র তথা খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। ইনসাফ ভিত্তিক খেলাফত প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ানগঞ্জ জেলা পুনঃগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জেলা আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জেলা সাধারন সম্পাদক মাওলানা শেখ সাদী, মুফতি ইমরান হুসাইন কাসেমী, মুফতি জামাল উদ্দিন রশিদী, মাওলানা ইউসুফ, মাওলানা নুরুল্লাহ হাশেমী মাওলানা আখতারুজ্জামান সাদেকী ও মেহেদী হাসান। খেলাফত আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশে মুসলিম শিক্ষার্থীদের কৌশলে যৌন শিক্ষা ও ইসলাম বিরোধী বিবর্তনবাদ শিক্ষা দিয়ে মুসলিম শিক্ষার্থীদেরকে চরিত্রহীন ও নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে ইসলাম ও নৈতিকতা বিরোধী শিক্ষা বাতিল করতে হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন আল্লাহর রাসুলের একজন সত্যিকারের অনুসারী। তাঁর জীবনী অধ্যয়নের মাধ্যমে ইসলামী শিক্ষা বাস্তবায়নের সঠিক দিকনির্দেশনা লাভ করা সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত-শাসন-ব্যবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ