পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। ভারত তিস্তা ও গঙ্গার পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না বাংলাদেশকে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পানির ন্যায্য হিস্যা ও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ মুসলিম সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং মহাসচিব ডাঃ মো. মাসুম হোসাইনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডেমোক্রেটিব পার্টি এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মুফাস্সির অধ্যাপক বাজলুর রহমান আমেনী, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, নাগরিক পরিষদের আহবায়ক মো. শামসুদ্দিন, লেবার পার্টির মহাসচিব আব্দুল আল মামুন, আইডিয়াল পার্টির চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জাস্টিজ পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, এনডিপির মহাসচিব মফিজুর রহমান লিটন, বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহ, মো.রেজাউল হক টিপু। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের বিএসএফ সীমান্তে পাখিরমত গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা করছে। ভারত তিস্তা ও গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে আমাদের দেশের জনগণকে বঞ্চিত করছে। নেতৃবৃন্দ ভারতকে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে আমাদের পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি লংমার্চ করতে বাধ্য হবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।