Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়া বেঁচে থাকলে তার ১শ’ বার ফাঁসি হতো -হাসানুল হক ইনু

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশে বিএনপি বলে কোনো দল থাকবে না। এ দেশ থেকে বিএনপির বিদায় হবে। আর খালেদা জিয়াকে আদালতের বারান্দায় ঘুরতে হবে।’ তিনি বলেন ‘জিয়াউর রহমান ছিলেন রাজাকার আমদানীকারক আর বেগম খালেদা জিয়া জঙ্গি উৎপাদনের কারখানা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের যেমন রেহাই দেয়া হয়নি, তেমনি খালেদা জিয়াকেও ছাড় দেয়া হবে না। তাকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রাখবোই।’
গতকাল শনিবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার আমদানীকারক উল্লেখ করে ইনু বলেন, ‘তিনি রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানিয়েছিলেন। জিয়ার মাথায় গণতন্ত্রের টুপি মানায় না। জিয়া ঠা-া মাথায় অনেক খুন করেছেন। ক্যান্টনমেন্টকে তিনি কশাইখানায় পরিণত করেছিলেন।’ জিয়াকে চতুর্থ মীর জাফর উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়া বেঁচে থাকলে তার ১শ’ বার ফাঁসি হতো।’ বিএনপির উদ্দেশে জাসদের সভাপতি বলেন, ‘জিয়ার মাথায় গণতন্ত্রের টুপি পরাবেন না। তার মাথায় মীরজাফরের টুপি ভালো লাগবে।’
হাসানুল হক ইনু আরো বলেন, বিএনপি ইতিহাসকে ডাস্টবিনে পরিণত করেছে। আর সেই ডাস্টবিনে রয়েছেন ১৯৭১ এর খুনি, রাজাকার, জঙ্গি, মুদ্রা ও দেশের সম্পদ পাচারকারীরা।’ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এখনও সময় আছে খালেদা জিয়ার মোহ ত্যাগ করে গণতন্ত্র এবং দেশের উন্নয়নমূলক কাজে শরিক হন।’
জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপির সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আকতার এমপি, যুগ-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়া বেঁচে থাকলে তার ১শ’ বার ফাঁসি হতো -হাসানুল হক ইনু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ