Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বেসরকারিভাবে টিকা আমদানির দাবি সংসদে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

শুধু ভারতের সেরাম ইনস্টিউট থেকে টিকা আনায় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির এমপি ডা. রুস্তম আলী ফরাজী। করোনা মহামারিতে সারা বিশ্বের মতো বাংলাদেশও বিপর্যস্ত। এ অবস্থায় টিকা সবার কাছে আশার আলো। আমাদের দেশে টিকা শুধু ভারতে একটি কম্পানি থেকে কেন আনা হচ্ছে এ নিয়ে কথা উঠছে। আমি মনে করি এ ব্যাপারে সবার সাথে যোগাযোগ করা উচিত ছিল। বেসরকারিভাবে যারা দক্ষ তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে, ইউরোপ-আমেরিকা বা চায়না থেকে টিকা আনার সুযোগ দেয়া উচিত। গতকাল সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার যেটা আনছে, সেটা তো আনছেই। বেসরকারিভাবে ভ্যাকসিন এনে তারা আবার এটাকে বিপণন করতে পারে। কারণ ৪০০, ৫০০, ৬০০ টাকা দাম পড়বে, যে কোনো লোক এটার দুইটা ভ্যাকসিন নিতে পারবে। বুস্টার ডোজের জন্য দুইটা লাগবে। তারপর লাগবে কিনা সেটা আরো চিন্তা-ভাবনা করবে গবেষকরা। এজন্য আমি মনে করি যারা ভ্যাকসিন আনতে পারবে তাদেরকে আনার সুযোগ দেয়া হোক। তাতে ৫০ শতাংশ লোক ভ্যাকসিন নিতে পারবেন। বাকি যেটা পারবে না, প্রধানমন্ত্রী যেহেতু সরকারি টাকা দিয়ে আনবেন, এনে দরিদ্র মানুষদের বিনা পয়সায় দেবেন।

রুস্তম আলী ফরাজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, সমালোচকরা সমালোচনা করবেই আপনি তাতে কোনোভাবে ভ্রুক্ষেপ করবেন না। আপনি এগিয়ে যান, দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ চায় দুর্নীতিমুক্ত একটি সমাজ। সাধারণ মানুষের আপনার ওপর আস্থা আছে, এই আস্থা যেন কখনো নষ্ট না হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদ

১৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ