পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যায়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন নিজেই। দেবাশীষ বলেন, গত বুধবার ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছি।
এর আগে গত ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল-অ্যাডভোকেট মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ইন্তেকালের পর নতুন অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। তার পরপরই একেক পদত্যাগ করছেন উচ্চ আদালতে সরকারের এ আইনজীবীরা। প্রসঙ্গত: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের স্থায়ী কোনো জনবল কাঠামো নেই। তাই যখন যে সরকার আসে সেই সরকারের অনুগত আইনজীবীদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল পদে অনির্দিষ্ট সংখ্যক আইনজীবীকে নিয়োগ দেয়া হয়।
মরহুম মাহবুবে আলম ২০১৯ সালের ২১ জুলাই অন্তত: ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। দেবাশীষ ভট্টাচার্য তাদের একজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।