পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক আফজালুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। আফজালুর রহমানের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। গতকাল হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে আফজালুরের লাশ জানাজার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে নেয়া হয়। সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন এর সাবেক প্রতিবেদক আফজালুর রহমান ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নির্বাহী সদস্য ছিলেন। এ ছাড়া তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) একজন সদস্য ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আফজালুরকে বৃহস্পতিবার সকালে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আফজালুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ও রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।