Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদরাসা জঙ্গি তৈরির কোন কারখানা নয় ভিসি, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়

বিভিন্ন স্থানে জমিয়াতুল মোদার্রেছীনের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রকৃত মুসলিম কাউকে হত্যা করতে পারে না -জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব

পাবনা জেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশের অংশ হিসেবে গতকাল পাবনা জেলা জমিয়াতুল মোদার্রেছীন পাবনা জেলার শাখার উদ্যোগে স্মরণ কালের এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা ১১ টার দিকে পাবনা আব্দুল হামিদ রোডের পাশে ঐতিহাসিক টাউন হলের (বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন) সামনে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ, প্রধান আলোচক জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বির আহমাদ মোমতাজী, পাবনা আলিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি কালাম আহম্মাদ, জমিয়াতুল মোদার্রেছীনের পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল আলহাজ্ব আনছারুল্লাহ এবং বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপ্যালগণ। মানববন্ধন শেষে এক বিশাল র‌্যালী পাবনার দোয়েল সেন্টারে পৌঁছে। দোয়েল সেন্টার জেলা শহরের ও উপজেলাসমূহের মাদ্রাসার প্রিন্সিপ্যাল, শিক্ষক ও শিক্ষার্থী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে সেন্টারের বাইরে বারান্দায় দাঁড়িয়ে অতিথিদের আলোচনা শোনেন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদ্রাসা কোন জঙ্গি তৈরী কারখানা নয়। ছাত্র/ছাত্রীবৃন্দ সঠিক লেখাপড়া শিখে দেশের কল্যাণে কাজ করবে। এটাই দেশ ও জাতির এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা। কোন অপশক্তি ইসলামের অপব্যাখ্যা দিয়ে আপনাদেরকে যেন বিপথে নিতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। তিনি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা ইসলামের প্রকৃত শিক্ষা প্রদান করবেন। তাহলে কোমলমতি শিক্ষার্থীদের কেউ বিপথগামী করতে পারবে না। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বির আহমাদ মোমতাজী প্রধান আলোচক হিসেবে তাঁর বক্তব্যে বলেন, জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাবের সম্মানিত সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের নির্দেশে আমরা সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচি পালন করছি। ইসলামের নামে যারা সন্ত্রাস করছে, জঙ্গি হামলা করছে, তারা আল্লাহ এবং রাসূলের সুন্নাহর পথ থেকে বিচ্যুত। এগুলো ইয়াহুদীদের কাজ। ইসলাম ও মুসলমানকে সারা বিশ্বে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা। একজন প্রকৃত মুসলমান কাউকে হত্যা করতে পারে না। এটা ইসলামের শিক্ষা নয়। তিনি বলেন, রাসূল (স.) জামানায় ইয়াহুদীরা বহুবার ওয়াদা বরখেলাপ করেছে। এরা মুনাফেক। এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এবং কোনভাবেই যেন আপনাদের মগজ ধোলাই করে বেহেশতের লোভ দেখিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদের দিকে নিতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। মানুষ হত্যা করে বেহেশতে যাওয়া যায় না। তিনি আরও বলেন, জমিয়াতুল মোদার্রেছীন পীর-মাশায়েখ, আলেম-ওলামাদের সংগঠন। মরহুম হযরত মাওলানা এম এ মান্নান (র.) এই সংগঠনের সভাপতি ছিলেন। তিনি মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে গেছেন। সেই ঝা-া হাতে তাঁর সুযোগ্য পুত্র আলহাজ এ এম এম বাহাউদ্দীন আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। পাবনা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও পাবনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল আলহাজ আনাছারুল্লাহ’র সভাপতিত্বে এবং অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচানা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়ের পরিদর্শক ইলিয়াস আহমেদ, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের প্রতিনিধি হিসেবে তার পি/এ মাসুদ, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এনডিসি, পাবনা আলিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি কালাম আহম্মদ। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী জমিয়াতুল মোদার্রেছীনের এ আলোচনা সভায় বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপ্যাল, শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, শিবপুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল নিজাম উদ্দিন।
মৌলভীবাজারে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃত্বে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ প্রতিরোধে জঙ্গিবাদ প্রতিহত করতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার ২৭ আগস্ট মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের দরগা পয়েন্টে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করার লক্ষ্যে এক মানববন্ধন জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল কাইয়ূম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মুফতি মাওঃ শামছুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওঃ মনোওর আলী, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওঃ নোমান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওঃ ময়নুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওঃ সরওয়ারে জাহান, জেলা জমিয়তের অন্যতম নেতা মাওঃ আব্দুল আলীম, মাওঃ সৈয়দ ইউনুস আলী, অধ্যক্ষ মাওঃ মোস্তাক আহমদ চৌধুরী, অধ্যক্ষ মাওঃ বশির আহমদ, অধ্যক্ষ মাওঃ শামছুল ইসলাম, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ আরমান আলী, মাওঃ ইলিয়াছ হুমায়দী, মাওঃ আব্দুল মুক্তাদির, মাওঃ ওহিদুজ্জামান আহমদ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মাওঃ মুজিবুর রহমান, রাজনগর উপজেলার সভাপতি মাওঃ আব্দুর রব, কুলাউড়া উপজেলার মাওঃ মুখলিছুর রহমান, কমলগঞ্জ উপজেলার মাওঃ শামছুল হকসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ। বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়।
বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের নির্দেশে আমরা সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচি পালন করছি। জঙ্গিবাদ আজ শুধু বাংলাদেশের সমস্যা নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান ছাড়াও অন্যান্যরা জঙ্গিবাদে জড়িত। সুতরাং সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়।
নাটোরে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন
নাটোর জেলা সংবাদদাতা জানান, ‘সন্ত্রাস নয় শান্তি চাই, শংকামুক্ত জীবন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের মাদরাসা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। এ মানববন্ধনে নাটোর জেলার ১১৬টি মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর আল মাদরাসাতুল জামহুরিয়া (কামিল) এর অধ্যক্ষ মাওলানা মোঃ আখতার হোসেন, মশিন্দা শিকারপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান ও লক্ষীপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জয়নুল আবেদীন।
টাঙ্গাইল জেলা জমিয়তের উদ্যোগে মানববন্ধন
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, ‘সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কা মুক্ত জীবন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে টাঙ্গাইল আলিয়া মাদরাসা’র সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে বিপুল সংখ্যক মাদরাসা শিক্ষক অংশ নেয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন টাঙ্গাইল আলিয়া মাদরাসা’র পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর খান মেনু, টাঙ্গাইল আলিয়া মাদরাসা’র অধ্যক্ষ ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয় গোপালপুর উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি ও গোপালপুর কামিল মাদরাসা’র অধ্যক্ষ মো, ফায়জুল আমিন, সখীপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভূঞাপুর উপজেলা জমিয়তের সভাপতি আব্দুস সোবহান, ঘাটাইল উপজেলা জমিয়তের সভাপতি মো. জাহিদুল ইসলাম, বাসাইল উপজেলা জমিয়তের সভাপতি, মো. আবু হানিফ, মির্জাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, ধনবাড়ি উপজেলা জমিয়তের সভাপতি মো. আফজাল হোসেন, দেলদুয়ার উপজেলা জমিয়তের সভাপতি মো. এমদাত হোসেন, কালিহাতী উপজেলা জমিয়তের সভাপতি খন্দকার রকিবুল হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা জমিয়তের সভাপতি মো. রফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দসহ মাদরাসা শিক্ষকবৃন্দ।

 



 

Show all comments
  • Tania ২৮ আগস্ট, ২০১৬, ১:৫৮ পিএম says : 0
    akdom khati kotha bolesen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা জঙ্গি তৈরির কোন কারখানা নয় ভিসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ