Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাব সলিমুল্লাহ’র অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে

বাংলাদেশ মুসলিম লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বৃটিশশাসিত ভারতীয় মুসলমানদের রাজনীতির পথপ্রদর্শক নবাব স্যার সলিমুল্লাহ’র ১০৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর বেগম বাজারস্থ নবাবদের পারিবারিক কবরস্থানে বাংলাদেশ মুসলিম লীগের ফাতেহা পাঠ ও আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবাব সলিমুল্লাহ’র অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবী জানিয়েছেন। 

নেতৃবৃন্দ বলেন, নবাব সলিমুল্লাহ তৎকালীন কোলকাতাকেন্দ্রিক জমিদার, মহাজন ও বুদ্ধিজীবীদের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে ব্রিটিশদের সহায়তায় আসাম ও পূর্ববাংলা সমন্বয়ে “ পূর্ববাংলা ও আসাম” নামে একটি নতুন প্রদেশ গড়েন। ভৌগোলিক মানচিত্রের এই পরিবর্তনে ভারতবর্ষে উচ্চ বর্ণের হিন্দু জমিদারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হলে রাজনৈতিক মেধাসম্পন্ন এই নেতা বঙ্গবিভাগের সমর্থনে এদেশের নিপীড়িত, লাঞ্চিত মুসলিম জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করেন। তারই প্রচেষ্টায় ১৯০৬ সনে ৩০ এ ডিসেম্বর ঢাকার শাহবাগে নবাবদের বাগানবাড়িতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
গতকাল শনিবার বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, নবাব সলিমুল্লাহ’র গবেষক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর ড. এস.এম. মোস্তাফিজুর রহমান, জাগপা’র প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সলিমুল্লাহ্ স্মৃতি কমিটির আহবায়ক ফরহাদ রানা, বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও মো. কুদরত উল্লাহ্, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, প্রচার সম্পাদক শেখ এ সবুর, কেন্দ্রীয় কমিটি সদস্য অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, আব্দুল আলীম, ঢাকা দক্ষিণ মহানগর মুসলিম লীগের আহবায়ক ইঞ্জিনিয়ার ওসমান গণি ও সদস্য সচিব মামুনুর রশীদ, ছাত্রনেতা নুর আলম।
মুসলিম লীগ-বি এম এল
বাংলাদেশ মুসলিম লীগ-বি এম এল গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ছিলেন ক্ষণজন্মা সাধক পুরুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ তার অগণিত জনহিতকর কাজের সুফল আজো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ভোগ করিতেছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলীয় সিনিয়র সহ-সভাপতি কে এম নজরুল ইসলাম, সরওয়ার-ই-আলম খান, আজিজুর রহমান লিটন, আমিনুর রহমান জিন্নাহ, মো. আব্দুল হালিম, ডা. আব্দুল গাফ্ফার, আইন সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সৈয়দা রিফাত আক্তার, মোশারফ হোসেন তারা, অ্যাডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন, হাজী মো. জিয়াউর রহমান ও মোক্তার আহমেদ। সকালে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের মাজারে পুস্পাস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় মহাসচিবের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইউথ ফোরামের সভাপতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবাব-সলিমুল্লাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ