Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিপাতলী কামিল মাদরাসার ৪৮তম মাহফিলের প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আল্লামা আজিজুল হক আল-কাদেরীর (রহ.) দ্বিতীয় বার্ষিক ওরস এবং ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরসার ৪৮তম মাহফিলের প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় ইমাম শাহ আহমদ রেজা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমানে কাদেরীয়া চিশতীয়া সাঈদীয়া বাংলাদেশের সভাপতি পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী। আগামী ৩১ মার্চ শানদার এ মাহফিল সফল করতে সবার সহযোগিতার জন্য উদাত্ত আহবান জানানো হয়। এ উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। 

মাওলানা মোহাম্মদ শফিউল আযমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ শফিউল আলম আজিজি, অধ্যক্ষ আল্লামা আবুল এরফান মোহাম্মদ লোকমান চিশতী, সৈয়দ মো. জুন নুরাইন, মাওলানা আবদুন নবী, অধ্যাপক আলী আজগর, অধ্যাপক মাহফুজুল হক প্রমুখ। আল্লামা আজিজুল হক আল-কাদেরীর (রহ.) বার্ষিক ওরস ও ছিপাতলী কামিল মাদরসার ৪৮তম মাহফিলের প্রস্তুতি সভা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিপাতলী-কামিল-মাদরাসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ