পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর রমনা এলাকায় থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় পুলিশের ভয়ে দৌড়ে পালানোর সময় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাদের ওরফে শাহীন (৪৯) টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে।
গোয়েন্দা লালবাগ জোনাল টিমের এডিসি শামসুল আরেফীন জানান, গোয়েন্দা পুলিশ জানতে পারে মিনিবাসে করে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম রমনা থানার নিউ ইস্কাটন এলাকায় মিনিবাসটি আটক করে। এসময় দৌড়ে পালানোর সময় শাহীনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মিনিবাস সার্চ করে আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।