Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথইস্ট ব্যাংককে পুরস্কৃত করলো ঢাকা ওয়াসা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৬:০৪ পিএম

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩৪টি ব্যাংক ও ৩টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস’র (এমএফএস) মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

শনিবার (১৬ জানুয়ারি) ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হয়। ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাউথইস্ট ব্যাংক-ঢাকা ওয়াসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ