পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘পুরুষ ধর্ষণ’কেও নারী ধর্ষণের মতো ‘অপরাধ’ গণ্য করে দন্ডবিধির ৩৭৫ধারার সংশোধনী চেয়ে রিট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অ্যাডভোকেট তাসমিয়া নূহাইয়া আহমেদ, সমাজকর্মী ড. মাসুম বিল্লাহ এবং ড. সৌমেন ভৌমিক বাদী হয়ে রিটটি করেন। রিটে আইনমন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে বিবাদী করা হয়েছে। আগামি সপ্তাহ রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান রিটকারীদের কৌঁসুলি তাপস কান্তি বল। তিনি বলেন, সম্প্রতি ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। কিন্তু এ ধরণের নির্যাতনকে ‘ধর্ষণের অপরাধ’ হিসেবে বিচার করা যাচ্ছে না। কারণ এটি ‘ধর্ষণ’র সংজ্ঞার মধ্যেই রাখা হয়নি। এ কারণে দন্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে। দন্ডবিধির ৩৭৫ ধারায় শুধু পুরুষ দ্বারা নারীদের ধর্ষণের বিষয়ে শাস্তির কথা বলা হয়েছে। অথচ সম্মতি ছাড়া নারীর দ্বারা নারী, নারীর দ্বারা পুরুষ, পুরুষ দ্বারা পুরুষ,হিজড়া দ্বারা হিজড়া এবং একজন ট্রান্সজেন্ডার (রূপান্তরিত লিঙ্গ) আরেক ট্রান্সজেন্ডার দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। অথচ বিষয়টি উল্লেখ নেই আইন ও বিধানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।