Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ পাচারের সহযোগী ৬২ জন

পি কে হালদারের হাজার কোটি টাকা জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার অন্তত ৬২ সহযোগীর মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করেছেন। এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, বিভিন্ন ব্যাংকে রাখা পি কে হালদারের প্রায় এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। পি কে হালদারের ইস্যুটা অনেক বড়। বিভিন্ন জনের মাধ্যমে তার বিভিন্ন দিকে সূত্র আছে। ইতোমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোটামুটি ৬২ জনের সঙ্গে তার লিংকের সূত্র পাওয়া গেছে। এসব তথ্য আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল প্রসঙ্গে দুদক সচিব বলেন, ‘পি কে হালদারের সংশ্লিষ্টতায় একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ হয়ে গেলে আমরা বিস্তারিত জানাতে পারবো।

এর আগে গত ২০ ডিসেম্বর পি কে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবী রয়েছে বলে জানিয়েছিলেন সংস্থাটির কৌঁসুলি খুরশিদ আলম খান। এসব বান্ধবীরাও নিজেদের অ্যাকাউন্টে টাকা রেখে পি কে হালদারের সহযোগী হিসেবে কাজ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থ-পাচার

২৮ জানুয়ারি, ২০২১
১৫ জানুয়ারি, ২০২১
১৪ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ