পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ চেয়ে রিট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মো.আজমল হোসেন খোকন রিটটি ফাইল করেন। আগামি সপ্তায় রিটের শুনানি হবে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি জানান, নারীরা যাতে নিরাপদে দেশের রেলগাড়িতে ভ্রমণ করতে পারেন, সেজন্য তাদের পৃথক কামরা বরাদ্দ চেয়ে রিট করা হয়েছে। এর আগে গত অক্টোবরে জনস্বার্থে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিলো। নোটিশ অনুযায়ী প্রত্যাশিত ব্যবস্থা না নেয়ায় প্রতিকার চেয়ে রিট করা হয়েছে। রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ের পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০ এর ৬৪ ধারা অনুসারে ট্রেনের নারী যাত্রীদের জন্য আলাদা কামরা বরাদ্দের বিধান রয়েছে। অথচ এ বিধানের বাস্তবায়ন নেই। এটি আইনের লঙ্ঘন। নাগরিকের সাংবিধানিক অধিকারের ব্যত্যয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।