Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হোটেলের বারেমস্ত রেন ফরেস্ট!

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুবাই। নাম শুনলেই মনে পড়ে সমুদ্রের নিচে বাড়ী, কৃত্রিম দ্বীপ, সোনার হোটেল, ঘরে পোষ্য চিতার মতো অদ্ভুতুড়ে কা-কারখানা। এ যেন দুবাইয়ে হোটেলের মধ্যেই যে গজিয়ে উঠবে গোটা একটা রেন ফরেস্ট, তাতে আর আশ্চর্য কী?
হ্যাঁ, এটাই সত্যি হতে চলেছে। ২০১৮’র মধ্যে তৈরি হয়ে যাবে দুবাইয়ের রোসমর্ট হোটেল। বিশ্বে এই প্রথম কোনও হোটেলের মধ্যেই রয়েছে আস্ত একটা রেন ফরেস্ট। জেএসএস আর্কিটেকচারের তৈরি এই মানুষের তৈরি রেন ফরেস্টের পাশাপাশি থাকবে ঝরনাও। রেন ফরেস্টে যে সব গাছ দেখা যায়, সে সবই থাকবে এই হোটেলেও। ঠিক কোনও গভীর জঙ্গলে থাকার অভিজ্ঞতা হবে এই হোটেলে দিন কাটালে।
৪৭ তলা করে দুটি টাওয়ার থাকবে এই হোটেলে। পাঁচ তলার পোডিয়ামে থাকবে রেন ফরেস্ট। এর পাশাপাশি হোটেলে থাকবে বিলাসবহুল পার্ক, লাক্সারি সিনেমা হল, রোদ পোহানোর বিচ এবং বোর্ডারদের মাল নিয়ে যাওয়ার রোবোট। ৪৫০ ঘরের এই হোটেল খুলে দেয়া হবে ২০১৮ সালে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোটেলের বারেমস্ত রেন ফরেস্ট!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ