Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনার্সের ফলাফলেও শীর্ষে দারুননাজাত

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়া’র অধীনে অনুষ্ঠিত অনার্স ১ম, ২য় এবং ৩য় বর্ষের ফলাফলে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবারও শীর্ষস্থান দখল করেছে। মোট আটটি এ প্লাসসহ শতভাগ পাশ করে শীর্ষস্থান দখল করে রেখেছে প্রতিষ্ঠানটি।
এ প্লাসপ্রাপ্তরা হলো ৩য় বর্ষের (শিক্ষাবর্ষ ২০১০-১১) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ইবরাহীম খলিল, মো. নূরুল হুদা এবং আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. জাবের আল হাসান, মো. মুজাহিদুল ইসলাম। ১ম বর্ষের (শিক্ষাবর্ষ ২০১২-১৩) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মুরশিদুল বাশার এবং আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. হাবীবুর রহমান, মো. ওবায়দুল্লাহ ও মো. হিফজুর রহমান। ১ম বর্ষে সারাদেশের সর্বমোট ৫ টি এ প্লাসের মধ্যে ৪টিই এ মাদরাসার দখলে।
উল্লেখ্য যে, ২০১৬ সালের আলিম পরীক্ষার ফলাফলেও ২০৬টি এ প্লাস পেয়ে শীর্ষে ছিল এ প্রতিষ্ঠানটি। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দীক বলেন, ‘দ্বীনি পরিবেশ, ছাত্রদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা, দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।’ মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।



 

Show all comments
  • SR Sabbir Ahammed Gourob ২৮ আগস্ট, ২০১৬, ১২:৩৪ এএম says : 0
    আমরা দোয়া করি তোমরা আরো অনেক বড় হও । এবং তোমাদের প্রতি মোদের হাজার ও সালাম ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনার্সের ফলাফলেও শীর্ষে দারুননাজাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ