Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিভিন্ন আয়োজনে ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রোগীর সেবায় আন্তরিকতায় ও দায়বদ্ধতার প্রত্যয়ে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি পালন করেছে। গতকাল ফজরের নামায শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এরপর সকালে ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান চিকিৎসক, নার্স অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে হসপিটালের আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হসপিটাল লবিতে একটি হেল্প-চেক বুথ উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে, এক দশক পূর্তির পর রোগীর ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবার মান বাড়ানোর জন্য সকলকে একতাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান। সকালে হাসপাতালে ভর্তি রোগীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। সন্ধ্যায় নগরীর একটি হোটেলে হাসপাতালের পরিচালক, শেয়ার হোল্ডার, কনসাল্টেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে একটি মিলন-মেলার আয়োজন করা হয়। সেখানে কেককাটা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলে আনন্দঘন সময় কাটান। উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে দেশের বৃহৎশিল্প গোষ্ঠী ইউনাইটেড গ্রæপের মালিকানা ও তত্ত¡াবধানে ইউনাইটেড হসপিটালের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিভিন্ন আয়োজনে ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ