পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : তুরস্কের সাথে সিরিয়ার সীমান্তবর্তী শহর জারাব্লুস কুর্দি যোদ্ধাদের হাতে পড়বে বলে উদ্বেগের মধ্যে ছিল তুরস্ক। তাই শহরটি দখল করার জন্য তুরস্ক সামরিক অভিযান চালালে আংকারাকে তুষ্ট করতে জারাব্লুস দখলে সাহায্য করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, তদনুযায়ী মার্কিন জঙ্গিবিমানগুলো তুরস্কের অভিযানে বিমান হামলা চালিয়ে সমর্থন দান করছে। খবর আরটি।
বুধবার ইসলামিক স্টেটের (আইএস) নিকট থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার সীমান্ত শহর জারাব্লুস দখলে তুরস্কের বিশেষ বাহিনী ট্যাংক নিয়ে হামলা চালায়। ২০১৩ সাল থেকে শহরটি আইএসের দখলে রয়েছে।
তুর্কি গোলন্দাজ বাহিনী দু’দিন ধরে শহরটিতে গোলাবর্ষণ করছে। অন্যদিকে তুর্কি জঙ্গি বিমানগুলো হামলা চালিয়ে স্থল বাহিনীকে সমর্থন দিচ্ছে। গত নভেম্বরের পর সিরিয়ার আকাশে তুর্কি বিমান বাহিনী প্রবেশের এটা প্রথম ঘটনা। ঐ সময় তুর্কি জঙ্গি বিমান একটি রুশ জঙ্গি বিমানকে গুলি করে ভূপাতিত করে।
ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, দক্ষিণ তুরস্কে ইনসারলিক বিমান ঘাঁটি ভিত্তিক মার্কিন ড্রোনগুলো যুদ্ধ এলাকায় নজরদারি মিশন চালিয়ে তুর্কি বাহিনীকে সাহায্য করছে। তুরস্ক সীমান্ত থেকে আমেরিকান সামরিক উপদেষ্টারা তুরস্কের সামরিক অভিযান পরিকল্পনায় সহায়তা করছেন।
এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ওয়াল স্টিট জার্নালকে বলেন, আমরা তুর্কিদের সাথে অভিযান সমন্বয় করছি। তারা কি করছে তার সবকিছুই আমাদের গোচরীভূত রয়েছে।
পেন্টাগনের এক কর্মকর্তা রয়টারসকে জানান, আমেরিকান এ-১০ ওয়ার্টহগ স্থল হামলাকারী বিমান ও এফ-১৬ জঙ্গি বিমানগুলো তুরস্কের স্থল বাহিনীর অভিযানে বিমান সমর্থন দিচ্ছে।
খবরে বলা হয়, সিরিয়ার কুর্দি বাহিনী আইএসের কাছ থেকে জারাব্লুস দখল করার আগেই তা দখল ও তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের কাছে তা হস্তান্তর করাই এ সমন্বিত অভিযানের উদ্দেশ্য। কুর্দিরা সম্প্রতি আইএসের কাছ থেকে মানবিজ শহর দখল করে উত্তরে অগ্রসর হচ্ছে। মানবিজ জারাব্লুসের দক্ষিণে অবস্থিত।
যুক্তরাষ্ট্র নীতিগতভাবে কুর্দি মিলিশিয়া বাহিনী ওয়াইপিজি’র মিত্র হলেও এক্ষেত্রে তাদের শত্রু তুর্কিদের পক্ষ নিয়েছে। আংকারা ওয়াইপিজিকে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের মিত্র বলে গণ্য করে। কুর্দি বিদ্রোহীরা কয়েক দশক ধরে তুরস্ক সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। জারাব্লুস যদিও সিরীয় শহর, আংকারা উদ্বিগ্ন যে কৌশলগত শহরটি কুর্দি নিয়ন্ত্রণে গেলে তা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে।
ওয়াশিংটন তুর্কি ও কুর্দি বাহিনীর মধ্যে সরাসরি যুদ্ধ চায় না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তার তুরস্ক সফরকালে এ বিষয়ে তুরস্ককে রাজি করাতে চেষ্টা করেন। তুরস্কের প্রধামন্ত্রী বিনালি ইলদিরিমের সাথে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, কোনো কুর্দি করিডোর নয়। তুরস্ক সীমান্তে পৃথক কোনো পরিচিতি নয়। আমরা অখ- সিরিয়া চাই।
এ সামরিক অভিযান শুরুর কয়েক ঘন্টা পর বাইডেন তুরস্কে এসে পৌঁছেন। পূর্ব পরিকল্পিত এ সফরকে দু’দেশের মধ্যকার সম্পর্ককে মসৃণ করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ঊর্ধ্বতন তুর্কি কর্মকর্তাদের অভিযোগ যে যুক্তরাষ্ট্র সে দেশে স্বনির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের পক্ষ নিয়েছে। তুরস্ক বিচারের জন্য তাকে দেশে ফেরত আনতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।