Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার পুলিশের বিরুদ্ধে মামলা

হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার চার পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মো. আলম হাওলাদার নামের এক ব্যক্তি এই মামলা করেন। মামলার আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই মো. আক্তার, এসআই আব্বাস উদ্দিন, এএসআই ওলিউল ইসলাম, কনস্টেবল মো. রিয়াজুল এবং আয়েশা আক্তার বেলি। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত অভিযোগের তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

অভিযোগে জানা যায়, আসামিরা গত ১২ ডিসেম্বর রাত একটার দিকে আলম হাওলাদারের বাসার দরজায় ধাক্কা ও লাথি মারেন। আলমের স্ত্রী রেশমা বেগম পরিচয় জিজ্ঞেস করলে তারা আইনের লোক বলে জানান। দরজা খুলে দেওয়ার পর আসামিরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন। আলমকে না পেয়ে তারা ঘরের জিনিসপত্র তছনছ করে ওয়্যারড্রব খুলে দুই লাখ টাকা নিয়ে নেন। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে রেশমা প্রতিবাদ করেন। তখন এসআই আক্তার তাকে ধাক্কা মেরে ফেলে দেন। ওলিউল রেশমার হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় আক্তার রেশমার ফোন দিয়ে আলমকে হুমকি দেন, ‹ঢাকায় ফিরে এসে পাঁচ লাখ টাকা দিবি, আর যদি না দিস, তাহলে তোকে ক্রসফায়ার দিয়ে নদীতে ফেলে দিব।বাসায় এসে আলম সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, আসামিদের চারজন যাত্রাবাড়ী থানার পুলিশ এবং আয়েশা তার ভাবি। এখনো আসামিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দিয়ে টাকা দাবি করছেন বলে অভিযোগে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যার-হুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ