পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লন্ডন সংবাদদাতা : ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের সাহিত্য সাংস্কৃতিক বিভাগ আহলে মোহাব্বাহ নাশিদ গ্রুপের উদ্যোগে গতকাল (২৪ আগস্ট) নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটেনের স্লাও কমিউনিটি সেন্টারে ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসূল সা:-এর ৩৯তম বংশধর, জেদ্দার সাইয়িদ ওমর আল হাবশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ওলামা সোসাইটি ইউকের প্রেসিডেন্ট মাওলানা মো: নজরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার উপদেষ্টাম-লীর সভাপতি মাওলানা কামরুল ইসলাম, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির উপদেষ্টা আলহাজ এমাদ উদ্দীন, আকস ব্রিজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা করিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইয়িদ ওমর আল হাবশি বলেন, আল্লাহর রাসূল ইসলামী সংস্কৃতিকে ভালোবেসেছেন, আল্লাহ ও রাসূলের শানে কসিদা পাঠ করতে উৎসাহিত করেছেন। হযরত হাসান বিন সাবিত রাসূলের শানে কসিদা লিখে পাঠ করায় খুশি হয়ে রাসূল সা: তাঁকে নিজের গায়ের চাদর উপহার দিয়েছেন।
তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলার রচিত নালায়ে কলন্দরের উর্দু গজল শুনে আনন্দ প্রকাশ করে বলেন, যুগে যুগে মিলাদ ও কিয়ামে গীত রাসূল সা:কে নিয়ে কসিদাগুলো মুমিন মুসলমানদের উজ্জীবিত করে আসছে। অনুষ্ঠানে তিনি আহলে মোহাব্বাহ নাশিদ গ্রুপের ভূয়সী প্রশংসা করেন।
নাশিদ সন্ধ্যায় গজল পরিবেশন করেন আহলে মোহাব্বাহ নাশিদ গ্রুপের সদস্য গোলাম মাহফুজ, মো: হানিফ উদ্দীন, মো: নমির খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: কামরুল হক, মো: জাহান, মো: মাজেদ, মো: আব্দুর রহিম, মো: কাইয়ুম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।