Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুরকিনি নিষিদ্ধের আদেশ বাতিলের অনুরোধ খতিয়ে দেখবে ফ্রান্সের আদালত

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত বুরকিনি নিষিদ্ধের আদেশ বাতিলের অনুরোধ খতিয়ে দেখবে। ফ্রান্সের নিসসহ প্রায় ৩০টি শহরে সাঁতারের মুসলিম পোশাক বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। নিসের রিভিয়েরা শহরের নিম্ন আদালত বুরকিনি নিষিদ্ধের আদেশ বহাল রাখার পর তা বাতিলের জন্য দ্য হিউম্যান রাইটস লীগ আবেদন করে। ফ্রান্সের অন্য ৩০টি শহরের মতো নিসের পশ্চিমে ভিলেনেভু-লুবেতেও বুরকিনি নিষিদ্ধ করা হয়। সোমবার নিস ট্রাইব্যুনালে ভিলেনেভু-লুবেতে বুরকিনি নিষিদ্ধের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়, নিসসহ ফ্রান্সের অন্যান্য জায়গায় জঙ্গি হামলার পর জনবিশৃঙ্খলা এড়াতে বুরকিনি নিষিদ্ধ করা যথাযথ ও প্রয়োজনীয়। এরই প্রেক্ষিতে দ্য হিউম্যান রাইটস লীগ তা বাতিলের আবেদন করলে সর্বোচ্চ প্রশাসিক আদালত তা খতিয়ে দেখবে বলে জানা গেছে।
এদিকে বুরকিনি নিষিদ্ধকে কেন্দ্র করে তর্কবিতর্কে ফ্রান্সের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফ্রান্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথের (সিএফসিএম) প্রধান আনোয়ার কিবেচ স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনেভুর সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে বলেছেন, বুরকিনি নিয়ে যেভাবে জনবির্তক তৈরি হয়েছে তাতে তিনি উদ্বিগ্ন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুরকিনি নিষিদ্ধের আদেশ বাতিলের অনুরোধ খতিয়ে দেখবে ফ্রান্সের আদালত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ