Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভাইসহ যুবলীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের আমবাগান এলাকার বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রাত ৮টার দিকে খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে কামরুল হাসান (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, “ঘরে দু’জনকে পড়ে থাকতে বস্তির লোকজন পুলিশকে খবর দিলে গিয়ে লাশ দুটি পাওয়া যায়।” কী কারণে তারা মারা গেছেন, সুনির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ। ওসি বলেন, “শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তাদের মুখে ফেনা দেখা গেছে।” ময়না তদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুইভাই কুমিল্লার লাকসাম উপজেলার দুদু মিয়ার ছেলে। তাদের বাবা রেলওয়েতে চাকরির সুবাদে ওই এলাকায় থাকতেন এবং সে সূত্রে রেলওয়ে কলোনিসংলগ্ন বস্তিতে অবৈধভাবে আটটি ঘর তুলে ভাড়া দিয়েছিলেন।
পুলিশ বলেছে, বড় ভাই কামরুল স্থানীয় ইউনিট যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বিয়ে করে স্ত্রী নিয়ে নগরীর ইপিজেড এলাকায় থাকলেও ছোট ভাই লাকী আমবাগান এলাকায় থাকতেন। ঘরের ভাড়া তোলার জন্য কামরুল প্রতি মাসে ওই এলাকায় আসতেন। জায়গা দখল সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকা- ঘটে থাকতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। খুলশী থানার এসআই শাহাদাত হোসেন বলেন, দুই ভাই আলাদা থাকলেও তারা পেশায় দিনমজুর ছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে ভাইসহ যুবলীগ নেতার লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ