পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ, ইসলাম ও ঐতিহ্যবাহী কওমি মাদরাসার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র বলিষ্ঠভাবে প্রতিহত করতে হবে। দেশের স্বাধীনতা ও স্বকীয়তার জন্য হুমকিপূর্ণ আন্তর্জাতিক গোষ্ঠীর মদদপুষ্ট বিশেষ একটি মহল বাংলাদেশের স্বাধীনতা বিপন্নের জন্য এবং ইসলামী তাহজিব তামাদ্দুন বিশেষত ঐতিহ্যের ধারক কওমি মাদরাসার সুনাম ধ্বংস করে সমাজের মানুষের কাছে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজ শুক্রবার পুরানা পল্টনস্থ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে পার্টির আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন কওমি মাদরাসায় একটি কুচক্রি মহল ঠুনকো অজুহাতে প্রকাশ্যে হামলা করছে। চাঁদপুর ও চট্টগ্রামের ফটিকছড়ির মাদরাসায় হামলা তারই একটি বাস্তব প্রমাণ। তিনি অবিলম্বে এই সমস্ত হামলা বন্ধ করা এবং হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। সভায় আগামী ২৭ ফেব্রæয়ারি শনিবার সকাল দশটায় রাজধানী ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার জন্য ব্যাপক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থসচিব আনোয়ারুল কবির, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, মাওলানা মাতলুবুর রহমান, মাওলানা কারী ফজলুল করিম জিহাদি, মাওলানা শরীফুল ইসলাম, অ্যাডভোকেট যুবাইর আহমদ ফরিদ ও ইসলামি ছাত্র সমাজের মহাসচিব এহতেশামুল হক সাখী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।