Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদেশে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:১২ এএম

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণের থানায় থানায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থানা বিএনপি রফিকুল ইসলাস স্বপনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। রমনা থানা বিএনপি সোহরাব হোসেন ও আব্দুল মোতালেব রুবেলের নেতৃত্বে বেইলি রোপে সমাবেশ করে। কদমতলী থানা বিএনপি নেতা রবিউল ইসলাম দিপু, দেলোয়ার হোসেন ফারুকের নেতৃত্বে ধোলাইপাড় সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। আরেকটি মিছিলে নেতৃত্ব দেন নগর দক্ষিণ বিএনপির হাজী মীর হোসেন মীরু ও বাদল রানা। একইভাবে শ্যামপুর, ডেমরা, খিলগাঁও থানা বিএনপি বিক্ষোভ মিছিল করে। বংশাল থানা বিএনপির তাজ উদ্দিন তাইজু ও মামুন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা নয়াবাজারস্থ কার্যালয়ের সামনে মানববন্ধন করে। সূত্রাপুর ও ওয়ারী থানা বিএনপি রায়সাহেব বাজার হতে শুরু করে টিপু সুলতান রোডে বিক্ষোভ করে। কোতয়ালী থানা বিএনপির হায়দার আলী বাবলা, আনোয়ার উল আজিম, মোস্তাক আহমেদের নেতৃত্বে রাজধানীর সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। এছাড়া কলাবাগান, কামরাঙ্গীচর, গেন্ডারিয়া, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ এবং লালবাগ থানায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী

২৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ