পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ও তুরাগ সোবাহানিয়া মাদরাসার পরিচালক, কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) দ্বীন প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সাভারস্থ কর্ণপাড়া দারুল উলূম মাদরাসায় বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা এবং দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইম্মাহ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাইখুল হাদীস আল্লামা মুহিউদ্দীন রাব্বানী। এতে আরো বক্তব্য রাখেন, মোহাম্মাদপুরস্থ জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রিন্সিপ্যাল ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম উপদেষ্ঠা আল্লামা আবুল কালাম, বাংলাদেশ আইম্মাহ পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আশরাফ মাসরুর, কর্ণপাড়া দারুল উলূম মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আফসার মাহমুদ, মুফতী আলী আকরাম, মুফতী আহসান মাহবুব, মুফতী আদনান মাসউদ, মুফতী সোহাইল আহমাদ, মুফতী আব্দুল্লাহ, মুফতী ইকবাল হাসান, মুফতী আমিনুল হক, মুফতী আলী আশরাফ, মুফতী আব্দুর রহমান ও মাওলানা ইসমাঈল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।