Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি জাতিকে বারবার কাঁদিয়েছে : হানিফ

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, জাতির পিতার হত্যাকারী কারা এবং কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন প্রজন্মের সুস্পষ্ট ধারণা থাকা উচিত। তিনি বলেন, এ জন্য একটি তদন্ত কমিশন করে দেশী-বিদেশী কারা জড়িত ছিল তা বের করা উচিত। তাহলেই বঙ্গবন্ধু হত্যাকা-ের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকা-ে সরাসরি অংশ নেয়া কয়েকজন বিপথগামী সেনাকর্মকর্তার বিচার হলেও প্রকৃত ষড়যন্ত্রকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, বিএনপি কান্নার দল নয়। তারা জাতিকে বারবার কাঁদিয়েছে। খুনিদের চোখে কান্না মানায় না। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ জাতিকে কাঁদিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯ বার হামলা চালানো হয়েছে। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি দেশের মানুষকে কাঁদিয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে হত্যা করেছে। তিনি বলেন, বিএনপি খুনিদের দল। আর তাই খুনিদের চোখে কান্না শোভা পায় না। তিনি বলেন, আপনার দলের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকা-ের জন্য একাধিক মামলার আসামি হয়ে ঢাকায় হকারি করে বা রিকশা চালায় তখন আপনাদের খুব কষ্ট লাগে। হানিফ বিএনপির নিখোঁজ নেতা-কর্মীদের তালিকা আইনশৃঙ্খলা বাহনীর কাছে পাঠানোর জন্য অনুরোধ জানান। তারা জঙ্গি কর্মকা-ের সাথে জড়িয়ে পড়েছে কি না তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সুবিধা হবে বলেও জানান তিনি। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি জাতিকে বারবার কাঁদিয়েছে : হানিফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ