Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএনও কিভাবে সভাপতি হচ্ছেন -হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হচ্ছেন-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটে বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ। কিন্তু তাদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী অফিসাররা কীভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হন ? মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয়সরকার সচিব,আইন সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামি ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে হবে। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো.রাসেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্টের-রুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ