পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনায় একটি ঐতিহাসিক দিন ২৮ ডিসেম্বর। এই দিনেই চালু করা হয় দেশের প্রথম শরীয়াহ ভিত্তিক ইসলামি বন্ড (সুকুক)। যা বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আর্থিকখাতের বিশ্লেষকের মতে, সরকারের ঋণ ব্যবস্থাাপনায় বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ নতুন একটি ইন্সট্রুমেন্ট সংযোজন করে দেশের আর্থিক খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করলো। সুকুক বন্ডের এই বিনিয়োগ অত্যন্ত নিরাপদ ও ঝুঁকিবিহীন যা ব্যাংক প্রয়োজনীয় বিধিবদ্ধ জমা বা এসএলআর সংরক্ষণেও ব্যবহার করতে পারবে। উক্ত নিলামের মাধ্যমে জনস্বাস্থ্যা প্রকৌশল অধিদফতরের ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর সম্পদের বিপরীতে চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। যাতে রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক এককভাবে সর্বোচ্চ বিনিয়োগকারী (প্রায় ৫২৮ দশমিক শূন্য কোটি টাকা)। বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে এই বন্ড ইস্যুকারী। নিলামে মোট ৩৯টি (৩৭ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ২ জন ব্যক্তি পর্যায়ের গ্রাহক) আবেদনের বিপরীতে সবাই আনুপাতিক হারে বন্ড পায় যাতে সোনালী ব্যাংক সর্বোচ্চ বিনিয়োগে সমর্থ হয়।
এই বন্ডের বিপরীতে ৪ দশমিক ৬৯ শতাংশ হারে ষান্মাষিক ভিত্তিতে মুনাফা দেবে সরকার যা সোনালী ব্যাংকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামি বন্ডের এ হার নির্দিষ্ট। কারণ, এটি ইজারা (ভাড়া) সুকুক। সরকার এই প্রকল্প ভাড়া নেবে এবং এই ভাড়ার টাকা থেকে মুনাফা পাবে বিনিয়োগকারীরা । মেয়াদ শেষে পুরো প্রকল্প কিনে বিনিয়োগকারীদের মূল টাকা ফেরত দেবে সরকার। পাঁচ বছর মেয়াদী সুদবিহীন এই বন্ড বাংলাদেশে প্রথম। ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ সংশ্লিষ্ট সুকুক বন্ডে সোনালী ব্যাংকের এই বিনিয়োগ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।