পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) ভারপ্রাপ্ত ডিজি ড. মির্জা মোফাজ্জল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। খোদ সংশ্লিষ্ট বিজ্ঞানী সমিতি ও কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযোগ করেন।
অভিযোগ উঠেছে, এর আগে গত বছরের ২৪ মার্চ একটি বিশেষ মহলকে সুবিধা প্রদানের জন্য বিধি লঙ্ঘন করে পক্ষপাতিত্ব অবলম্বন করে কীটতত্ত¡ বিভাগের ড. কামরুজ্জামানকে পরিকল্পনা ও উন্নয়ন শাখায় বদলির আদেশ দেন ভারপ্রাপ্ত ডিজি ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এ নিয়ে প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের মাঝে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হলে বিজ্ঞানী সমিতি তার বদলির আদেশ বাতিল করে কীটতত্ত্ব বিভাগের দেয়ার জোর দাবি জানিয়ে সভায় রেজুলেশন পাশ করেন।
সংশ্লিষ্ট বিজ্ঞানী সমিতি সূত্র জানায়, প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের হয়রানি-অনিয়ম ও প্রশাসনিক জটিলতার সৃষ্টির অভিযোগে ২০১৯ সালের ১৬ নভেম্বর ড. কামরুজ্জামানকে পরিকল্পনা ও উন্নয়ন শাখা হতে পদোন্নতিপ্রাপ্ত কীটতত্ত¡ বিভাগে বদলি করেন সাবেক ডিজি ড.বীরেশ কুমার গোস্বামী। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পক্ষপাতিত্ব করে বিধি লঙ্ঘন করে ড. কামরুজ্জামান কে পুনরায় পরিকল্পনা ও উন্নয়ন শাখায় নিয়ে আসেন।
অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ডিজির প্রতিহিংসার অনল থেকে রেহাই পাননি বীরমুক্তিযোদ্ধার সন্তান উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিজ্ঞানী কে.এম. ইয়াদন নবী। তিনি কিডনী ট্রান্সপ্লান্টেড রোগী। অথচ তাকে অমানবিক আচরণ প্রকাশের মধ্য দিয়ে জামালপুরে বদলির আদেশ দেয়া হয়েছে। একাধিক ভুক্তভোগী জানান, টানা ১৭ বছর দৈনিক মুজুরি ভিত্তিতে ড্রাইভার পদে কর্মরত থাকা ৩ জন ড্রাইভারকে বর্তমান ভারপ্রাপ্ত ডিজি প্রতিহিংসাপরায়ন হয়ে তুচ্ছ ঘটনায় বাদ দিয়েছেন। ফলে বর্তমানে আউটসোসিংয়ের অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কারণে গত বছরের ২০ ডিসেম্বর ঢাকা যাবার পথে শ্রীপুর নয়নপুরে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয় একটি স্টাফ বাস। এতে অনেক কর্মকর্তা আহত হয় এবং গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ভুক্তভোগীরা আরো জানায়, ভারপ্রাপ্ত ডিজি ড. মির্জা মোফাজ্জল ইসলাম কথায় কথায় কৃষিমন্ত্রী মহোদয়ের দোহাই দেন। সম্প্রতি বদলির আদেশেও তিনি মন্ত্রী মহোদয়ের নাম ব্যবহার করছেন।
বিনা সূত্র আরো জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর এক আদেশে বিনার ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলির আদেশ দেওয়ায় ফের বিজ্ঞানী সমিতি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে এ আদেশে ক্ষুব্ধ বিজ্ঞানী সমিতি চলতি বছরের ৩ জানুয়ারি এক জরুরি সভায় বদলির আদেশে বেশ কিছু অসঙ্গতি উল্লেখ করে আদেশ পুনর্বিবেচনার জন্য ৮ দফা দাবি জানিয়ে রেজুলেশন পাশ করেন। ওই রেজুলেশনে তুচ্ছ ঘটনায় প্রতিষ্ঠানের সিনিয়র-জুনিয়র বিজ্ঞানীদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তার অশোভন আচরণসহ কারণ দর্শানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। ফলে দেশের কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে বিষয়গুলো বিবেচনায় নিয়ে পদক্ষেপ গ্রহণের দাবি বলেও জানান বিজ্ঞানী সমিতির নেতারা।
বিনার বিজ্ঞানী সমিতি সাধারণ সম্পাদক কৃষিবিদ হারুন অর রশিদ দাবি করেন, অসঙ্গতিপূর্ণ এ ধরনের বদলির আদেশে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম। আশা করছি বিজ্ঞানী সমিতির দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন কর্তৃপক্ষ।
ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ২০১৯ সালের ৩ অক্টোবর বর্তমান ডিজি বিনার বিজ্ঞানী সমিতির নির্বাচনে সভাপতি পদে এবং তার সহধর্মীণি শামসুন্নাহার বেগম যুগ্ম সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তারা বিশাল ব্যবধানে পরাজিত হন। মূলত ওই ক্ষোভের কারণেই এ বদলির আদেশ দেয়া হয়েছে।
তবে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি বলেন, ইনটেনশনালি কারো কারো অভিযোগ থাকতে পারে। তবে বদলির আদেশে কোন ক্ষোভ বা অনিয়ম নেই। এতে মন্ত্রী মহোদয়সহ সবাই খুশি। ডিজি আরো বলেন, সারাদেশে বিনার মোট ১৩টি উপ-কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানের প্রয়োজনে এসব বদলি করা হয়। এতে ইনটেনশনালি মাত্র দুই তিনজন নাখোশ হতে পারে। তবে এ বদলির আদেশ স্বাভাবিক বদলি কার্যক্রম মাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।