পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিআইপি সনদ পেলেন কুয়েত প্রবাসী জাকির হোসেন। জাকির হোসেন ৩৮ বছর ধরে কুয়েত সিটিতে কর্মরত। তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়।
বুধবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১০ উদযাপন উপলক্ষে রাজধানির বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সনদ বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গনভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিআইপি সনদ পেয়ে জাকির হোসেন ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে সিআইপি কার্ড বিতরণের জন্য আমার এবং আামার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রলায়ের সবাইকে ধন্যবাদ জানাই। আমার পাঠানো রেমিট্যান্স দিয়ে শুধু আমার জীবনের পরিবর্তন ঘটেনি। পরিবর্তন ঘটেছে অসংখ্য বাংলাদেশি সাধরণ মানুষের। কারণ, আমি দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছি। হিউম্যান এক্সিলেন্স সোসাইটি কুয়েত এর চেয়ারম্যান খালেদ সুবাহিসহ কুয়েতের অসংখ্য দানবীরের সহায়তায় আমি অসংখ্য মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছি। ২০০৫ সাল থেকে ভোলা জেলাসহ কয়েকটি জেলায় প্রতিষ্ঠিত মাদরাসা থেকে বের হওয়া শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। তারা দক্ষ হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।