পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কাজ দ্রুত এগিয়ে চলছে। এর মাধ্যমে মিরপুরে অবস্থিত বিআরটিএ’র ১২ লেন বিশিষ্ট সেন্টারে গড়ে সাড়ে ৩শ’ থেকে ৪শ’ মোটরযান ফিটনেস পরীক্ষা করা যাবে। আগামি জুলাইয়ের মধ্যেই ভুক্তভোগীরা এ সুবিধার আওতায় আসবেন।এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক (অপারেশন) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরে এ প্রতিবেদন দাখিল করা হয়। বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ প্রতিবেদনটি গ্রহণ করেন। এ সময় রিটকারী অ্যাডভোকেট তানভীর আহমেদ এবং বিআরটিএ’র পক্ষ অ্যাডভোকেট রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এএর আগে গত ২২ সেপ্টেম্বর তানভীর আহমেদের রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর দেশের সড়ক পথগুেেলাতে ফিটনেসবিহীন গাড়ি চলছে কিনা তা পর্যবেক্ষণের জন্য যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর জন্য নির্দেশ দেন হাইকোর্ট। বিআরটিএ কে এ নির্দেশ বাস্তবাায়ন করতে বলা হয়। শুনানির অ্যাডভোকেট তানভীর আহমেদ বলেন, বাংলাদেশে গাড়ির সংখ্যা অনুযায়ী ফিটনেস টেস্টিং সেন্টারের সংখ্যা অপ্রতুল। যেখানে উন্নত রাষ্ট্রে প্রায় ৪০ লাখ গাড়ির ফিটনেস টেস্টের জন্যে কমপক্ষে ২০ হাজার সেন্টার রয়েছে। আর লাইসেন্স নবায়নের ব্যবস্থাও দেশে খুব কম। আমাদের দেশে ৬৪ জেলার লাইসেন্স ফিটনেস নিয়ে কাজ করার জন্য সেন্টার রয়েছে। এর মধ্যে ঢাকায় একটু বেশি। যদি কোনো মালবাহী লড়ির চট্টগ্রামে গিয়ে সমস্যা হয় তার ফিটনেস নিয়ে সেখানে কোনো সমাধান করতে দেয়া হতো না।
তানভীর আহমেদ বলেন, আদালতে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে এখন ফিটনেস পরীক্ষায় অনলাইন করার কারণে দেশের যেকোনো জায়গা থেকে গাড়ির ফিটনেস পরীক্ষা নবায়ন করা সম্ভব।
এর আগে গত ২০১৮ সালের ৩১ জুলাই সড়ক দুর্ঘটনা রোধে ফিটেনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান,বাংলাদেশ সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক,বিআরটিএ’র ইনফোর্সেমেন্ট বিভাগের পরিচালক ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি রুল জারি করা হয়।বিচারপতি মইনুল ইসলাম চৌধুীর এবং বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ ওই রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি উপরোক্ত আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।